সমকাজে সমবেতনের দাবীতে আন্দোলনে নামলেন স্বাস্থ‍্য বিভাগের অস্থায়ী কর্মীরা

2nd December 2020 2:29 pm বাঁকুড়া
সমকাজে সমবেতনের দাবীতে আন্দোলনে নামলেন স্বাস্থ‍্য বিভাগের অস্থায়ী কর্মীরা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) :  সমকাজে সমবেতন, চাকুরীর নিরাপত্তা প্রদান, অবসর কালীন ভাতা প্রদান সহ একাধিক দাবীতে বিক্ষোভ দেখালেন বাঁকুড়া জেলার চুক্তি ভিত্তিক স্বাস্থ্য কর্মীরা। এদিন জাতীয় স্বাস্থ্য মিশনের অন্তর্ভুক্ত বাঁকুড়া জেলার প্রায়   জন স্বাস্থ্য কর্মী বাঁকুড়া জেলা শাসকের কাছে বিক্ষোভ প্রদর্শন করে স্মারক লিপি তুলে দেন জেলা শাসকের হাতে। স্বাস্থ্য কর্মীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে নাম মাত্র বেতন করছেন, বর্তমানে কোভিড পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করলে  চাকুরী কোন নিরাপত্তা নেই, অথচ অনান্য বিভাগের চুক্তি ভিত্তিক কর্মীদের চাকুরীর নিরাপত্তার সরকারী নির্দেশিকা  বেরিয়ে গেছে। অভিযোগ, কয়েক দিন আগে বাংলা সহায়ক পদে ওয়েবেল থেকে নিয়োগ হলেও তাদের চাকুরী স্থায়ী করনের নিরাপত্তা বের হতে সময় লাগলো না, অথচ আমাদের বেলায় স্বাস্থ্য বিভাগের টাল বাহানা চলছে। বিক্ষোভ কারীদের আরো অভিযোগ, আমরা আন্দোলন করলেই আমাদের বলা হচ্ছে, খুব দ্রুত হবে, এই কথা দীর্ঘ দিন ধরে তাঁরা শুনে আসছেন বলে অভিযোগ।





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : তোপধ্বনি তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।